চলচ্চিত্র নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েতের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম মামলার এজহারটি গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেন।
পর্ণোগ্রাফি সরবরাহের অভিযোগে চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েতের বিরুদ্ধে শুক্রবার রাজধানীর শ্যামপুর থানায় মামলাটি করেন শ্যামপুর পোস্তগোলা এলাকার কানিজ ফাতিমা সুমাইয়া (৩০) নামের এক গৃহবধূ। মামলায় তিনি ইন্টারনেট সংযুক্ত মোবাইলফোনের মাধ্যমে পর্ণোগ্রাফি সরবরাহের অভিযোগ করেছেন। মামলা নম্বর ২৬।
মামলার এজাহারে ওই গৃহবধূ অভিযোগ করেছেন, গত ২৭ ফেব্রুয়ারি রাতে ‘গাজী রাকায়েত টুকু’ ফেসবুক আইডি থেকে তাকে ‘অশ্লীল, অনৈতিক, ধর্মীয় অনুভূতি পরিপন্থী, ইঙ্গিতপূর্ণ ও যৌন উত্তেজক’ বার্তা পাঠানো হয়। এতে ব্যক্তিগত ও সামাজিকভাবে তার সম্মানহানি হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার এসআই মাহবুব আলম বললেন, 'গাজী রাকায়েত কুটু' নামে একটি ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন তদন্ত করবে। এরপরই এই মামলা নিয়ে বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/হিমেল