২০১৬ সালের 'জয় গঙ্গাজল' ছবির পর আবারও বলিউডে পা রাখছেন প্রিয়াঙ্কা চোপড়া। সালমান খানের ‘ভারত’ ছবিতে মূল নায়িকা হিসেবে নাকি প্রিয়াঙ্কা চোপরাকেই বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে৷
নানান জল্পনা কল্পনার পর প্রিয়াঙ্কাই হবেন সালমান খানের নায়িকা। যদি তাই হয়, তাহলে প্রায় এক দশক পর দুজনকে জুটি বাঁধতে দেখা যেতে পারে আলি আব্বাস জাফারের ‘ভারত’ ছবিতে৷ বিনোদন মহলে সুনামির মতো ছড়িয়ে পড়েছে এই খবর৷
ছড়াবারই কথা৷ ‘গড তুস্সি গ্রেট হো’ পর দুজনকে আবার সিনেমার পর্দায় দেখতে উৎসাহী অসংখ্য অনুরাগীরা৷ তবে উৎসাহ তখনই দ্বিগুণ হবে যখন অফিশিয়ালি তারা রি খবরের সত্যতা নিশ্চিত করবেন৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর