মুম্বাইয়ের ব্যবসায়ীয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী জিনাত আমান৷ সূত্রের খবর, জুহু থানায় অভিযোগ দায়ের করার পর সেই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পুলিশ৷
আজ রবিবার আদালতে পেশ করার কথা রয়েছে অভিযুক্তকে৷ ভারতীয় সংবাদ সংস্থা মারফত জানা গেছে, মামলার তদন্তের ভার ক্রাইম ব্রাঞ্চের ওপরে দেওয়া হয়েছে৷
ধর্ষণ ছাড়াও প্রতরণার অভিযোগও এনেছেন অভিনেত্রী৷ তবে এই ঘটনার সূত্রপাত অনেক আগেই হয়েছে৷ এই বছরের জানুয়ারি মাসেও জিনাত পুলিশের স্বরণাপন্ন হন৷ তার কথা অনুযায়ী, সেই ব্যবসায়ী দুর্ব্যবহার করে তার সঙ্গে এমনকি হুমকিও দেয়৷
৩৮ বছর বয়সী সেই ব্যবসায়ী জিনাতকে বেশ কয়েকদিন ধরে উত্যক্ত করছিল বলে অভিযোগ ছিল৷ হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ থেকে শুরু করে রাস্তায় ফলো করা৷ কোন কিছুই বাদ রাখেনি অভিযুক্ত৷ এমনই অভিযোগ জানিয়েছেন জিনাত৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর