'গত কয়েকদিন বেশ ব্যস্ত ছিলাম। টানা কাজ করেছি কয়েকটি শুটিং ইভেন্ট এবং এজেন্সি নিয়ে। অনেকটাই ক্লান্ত আমি। তাই দুই দিনের জন্য কক্সবাজারে এলাম। ক্লান্তি কাটিয়ে চাঙ্গা হতে এসেছি। বলতে পারেন, ব্যস্ততার এই জীবন থেকে ৪৮ ঘণ্টা কেড়ে নিলাম।'
হঠাৎ কক্সবাজারে কেন? এমনটা জানতে চাইলে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন পিয়া। এবারের ঝটিকা সফরে কোনো প্রোগ্রাম বা শ্যুটআউট নেই সেখানে। শুধুই ঘুরে বেড়ানো আর সময় কাটানো। তাইতো সমুদ্রের জলে গা ভাসিয়ে করছেন সারফিং।
পিয়া বলেন, একটু অবসাদ কাটাতে এলাম। কাল সোমবার ঢাকায় ফিরব। কিছু কাজ গুছিয়ে যাব ইউরোপ ভ্রমণে। এরপর মুম্বাই। বাকিটা না হয় পরে জানাবো।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/আরাফাত