টাইগার শ্রফ। বলিউডের হালের অ্যাকশন হিরোদের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেতা। ঝুঁকি নিয়ে নিজেই করছেন দুর্ধর্ষ সব স্টান্ট। আর এ কারণেই ছেলেকে নিয়ে ভাবনায় পড়েছেন বলিউডের অন্যতম সফল অভিনেতা জ্যাকি শ্রফ।
তবে বাবার এই দুশ্চিন্তাকে পাত্তা দিচ্ছেন না 'হিরোপান্তি' থেকে 'বাঘি ২' অভিনেতা। টাইগার শ্রফের বলেছেন, আমি আমার পেশাদার জীবন থেকে আমার বাবাকে দূরে রাখতে চাই। আর এটা এ কারণেই যে, আমি সত্যিই কিছু বিপজ্জনক স্টান্ট করি। আমি এসব করার আগের রাতেও বাবাকে বলি না যে আমি একটি বিপজ্জনক স্টান্ট-নির্ভর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে যাচ্ছি।
কিন্তু আমি আমার বাবার ভয়কে বুঝতে পারি, বলেন টাইগার। আমি তাঁর অনুভূতিকে ধরতে পারি, কেননা আমি জানি তিনি আমার বাবা। এ ছাড়া, তিনি কিন্তু দারুণ মানুষ। খুব আমুদে, ভালো বন্ধু। কিন্তু যখনই এই স্টান্টের প্রসঙ্গ আসে, উনি ভীত হয়ে পড়েন।
ঠিক এমনই দুর্ধর্ষ সব স্টান্ট ও অ্যাকশন দৃশ্যে ঠাসা টাইগারের 'বাঘি ২' আসছে এ মাসের শেষে, ৩০ তারিখ। তাঁর সঙ্গে এ ছবিতে আরো আছেন দিশা পাটানি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান