বলিউডে আসার আগে রণবীর কাপুরের প্রতি আলিয়া ভাটের দুর্বলতা ছিল-একথা জনসম্মুখে জানিয়েছেন খোদ নায়িকাই। আর এবার অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র শ্যুটিংয়ের সময় তাদের একসঙ্গে ক্যামেরায় ধরা পড়া দৃশ্য সকলের নজরে পড়েছে। বলিউডে জোর গুঞ্জন, রণবীরের মা নীতু কাপুরও নাকি তাদের এই সম্পর্কে সম্মতি দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমে খবর, আলিয়াকে বেশ পছন্দ করেন নীতি। ছেলের সঙ্গে তাঁর এই ঘনিষ্ঠতায় মা হিসেবে নীতুর কোনোআপত্তি নেই। যদিও দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের ব্যাপারে তিনি এতটা দয়াময়ী ছিলেন না। এমনকী সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের আগে একবার নাকি ক্যাটরিনার ছবি ক্রপ করে বাদ দিয়ে দেন তিনি।
অথচ কিছুদিন আগে আলিয়ার জন্মদিনে এসেছিলেন নীতু। সোশ্যাল মিডিয়ায় আলিয়ার সঙ্গে সেই ছবি পোস্ট করেন রণবীরের মা। যা নিয়ে বলিউড অন্দর মহলের খবর, রণবীর ও আলিয়ার সম্পর্কে সম্মতি রয়েছে নীতু কাপুরের। আর তা না হলে জন্মদিনে হাজির হতেন না এবং পরে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন না। যদিও তাদের মধ্যে আদৌ কোনো প্রেমের সম্পর্কে রয়েছে কিনা সেটা নিয়ে অবশ্য মুখ খুলেননি রণবীর-আলিয়া।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/মাহবুব