বর্তমানে বলিউডের কিছু বিশেষ যুগলদের নিয়ে কথা উঠলে প্রথমেই উঠে আসে টাইগার শ্রফ আর দিশা পাটানির নাম৷ প্রকাশ্যে প্রেম না করলেও দুজনেই সম্পর্কটা নিয়ে কিন্তু বেশ আগ্রহী৷ তবে হটাৎ দিশা নিজের বয়ফ্রেন্ড টাইগার শ্রফকে ভাই বলে বসলেন।
এতদিন ধরে যাদের প্রেমের রসায়ন নিয়ে এত গল্প, এত রাখঢাক, তাদের সেই প্রেমের মাঝে দিশার এমন 'ভাই' সম্বোধন তাদের ভক্তদের মনে বিচ্ছেদের আশঙ্কা তৈরি করেছে। আর আসল কারণ হল তাদের জামার রঙ৷ অলিভ গ্রীন কালারের জামা পরে দুজন পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন৷ একই রংয়ের জামা পরার জন্য সেই ছবিকেই মজার ছলে ক্যাপশন দেওয়া হল ‘ভাই ভাই’৷
আগামী শুক্রবার মুক্তি পাবে ‘বাঘি টু’৷ স্বাভাবিকভাবেই প্রচারের কাজ চলছে জোরালোভাবে৷ সেই প্রোমোশনাল ইভেন্টেই দুজনে অলিভ গ্রিন কালারের আউটফিট পরেছিলেন৷ দিশা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করার পর ভাইরাল হয়ে যায় কয়েক মূহুর্তের মধ্যেই৷ যাই হোক এটুকু বলা যেতে পারে টাইগারের গার্লফ্রেন্ডের 'সেন্স অফ হিউমার' কিন্তু বেশ ভালো৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর