স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর এক্সপো জোন ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সেন্টারে হয়ে গেল ‘এসিআই মটরস্ আয়োজিত ইয়ামাহা প্রেজেন্টস স্বাধীনতার শপথ অনুষ্ঠান’ শীর্ষক কনসার্ট।
সোমবার বিকেলে সেই কনসার্টে টানা কয়েকটি গান পরিবেশনা করে মঞ্চ মাতালেন আইয়ুব বাচ্চু। কনসার্ট প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, কথা আর গানে সন্ধ্যাটি মাতানোর চেষ্টা ছিল এলআরবির। প্রথমে জ্যামিং তারপর টানা কয়েকটি গান পরিবেশনা করেছি।
এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু আরও বলেন, “স্বাধীনতা দিবস আমাদের জন্য বিশেষ একটি দিন। তাই এ উপলক্ষে আয়োজিত কনসার্টে থাকে অন্যরকম আমেজ। আজকের কনসার্টেও তেমন ছিল। টানা তিন ঘন্টা শ্রোতারা আমার সঙ্গে কনসার্টটি উপভোগ করে। অনুষ্ঠানে তরুণদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়বার মতন।”
অনুষ্ঠানে রকশিল্পী আইয়ুব বাচ্চু ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট আইকন ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বেসেডর ও জাতীয় ক্রিকেট দলের পেস বোলার তাসকিন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর