বীরগতিতে এক ফ্রেমে কাজ করা অভিনেত্রী পূজার দুর্দিনে পাশে থাকার আশ্বাস দিলেন বলিউড স্টার সালমান খান। পূজার খবর প্রকাশ্যে আসার পর সালমান খানের অভিব্যক্তি, 'সত্যিই খুব খারাপ খবর। সে ভালো হয়ে যাবে।'
পূজা সম্পর্কে সালমান বলেছেন, 'তার কথা শুনেছি, সত্যিই খুব খারাপ খবর। সে আমার সহ-অভিনেত্রী ছিল না, সে ছিল অতুল অগ্নিহোত্রীর কো-স্টার। আমি এইমাত্র তার কথা জানলাম। যতদূর সম্ভব তার সাহায্য করার চেষ্টা করব। সে যে এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তা জানতাম না। সে নিশ্চয়ই ভালো হয়ে যাবে।'
প্রসঙ্গত, যক্ষ্মায় আক্রান্ত পূজার খবর দিনকয়েক আগে প্রকাশ্যে আসে। চিকিৎসার খরচ নেই সাবেক এ অভিনেত্রীর কাছে। তিনি অসুস্থ হয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হওয়ার পরই হাত তুল নেয় তার পরিবার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন