কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ‘কাঠ-মুণ্ডু’ ছবিটির সিক্যুয়েল নির্মাণ করছেন। ছবির নাম ঠিক করেছেন ‘কাঠ-মুণ্ডু টু কম্বোডিয়া’। প্রথম ছবির শ্যুটিং হয়েছিল কাঠমান্ডুতে। ছবির নামের কারণেই এবার শ্যুটিং হবে কম্বোডিয়াতে। ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্ত, সোহম, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী, খরাজ মুখোপাধ্যায়, রোজা। চমক কিন্তু অন্যখানে! ছবিতে থাকছেন শুভশ্রীও।
‘কাঠ-মুণ্ডু টু কম্বোডিয়া’তে রাজের সাবেক প্রেমিকা মিমি যে থাকবেন না, সেটা প্রত্যাশিতই। প্রশ্ন ছিল, তা হলে কি শুভশ্রী থাকছেন? রাজের ছবিতে শুভশ্রীর থাকাটাই স্বাভাবিক। এখন আর তারা প্রেমিক-প্রেমিকা নন, স্বামী-স্ত্রী। রাজ বললেন, শুভকে (শুভশ্রী) চরিত্রটায় না মানালে কখনওই নিতাম না। এটা কাজের জায়গা। আমার প্রযোজকও রাজি হয়েছেন। বরং শুভই প্রথমে রাজি হচ্ছিল না। এপ্রিল মাসে আমরা শুট করব। এই সময়টায় ও কাজ করতে চাইছিল না। পরে আমরা সকলে মিলে রাজি করালাম।কিছু মুখ বদলে গেলেও আগের ছবির চরিত্রগুলো মোটামুটি একই আছে। আর গল্পটা একেবারেই নতুন।
রাজ যা-ই বলুন, বদল বেশ বড়সড়ই। আগের ছবির মতো এ ছবিতে আবির, শ্রাবন্তী, মিমি নেই। তিনি জানান, এটা তো অন্য গল্প। তাই নারী চরিত্রগুলোও আলাদা। মিমি- শ্রাবন্তীর চরিত্রগুলো কেন নেই সেই ব্যাখ্যাও ছবিতে দেওয়া হয়েছে। এর পর যদি আর একটা ছবি করি, সেখানে হয়তো অন্য কেউ থাকবে।
সিক্যুয়েলে আবির চট্টোপাধ্যায়ের চরিত্রটা করছেন যিশু সেনগুপ্ত। তবে যিশু এখনও সই করেননি। আবির নাকি দ্বিতীয় ছবিতে আর থাকতে রাজি হননি। রাজ জানান, 'ডেটের সমস্যার কারণে আবির করছেন না।'
ছবির গল্প-চিত্রনাট্য লিখেছেন রাজ ও পদ্মনাভ দাশগুপ্ত। দীপাবলি উপলক্ষ্যে ছবিটি মুক্তি পাবে।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ফারজানা