চলচ্চিত্রে খল অভিনেতা মিজু আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২৭ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
মিজু আহমেদের জন্ম ১৯৫০ সালের ১৭ নভেম্বর, কুষ্টিয়ায়। ১৯৭৭ সালে মিতা পরিচালিত ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে অভিষেক হয়। এ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
মিজু আহমেদের প্রকৃত নাম মিজানুর রহমান। তার অভিনীত অন্যান্য ছবির মধ্যে উল্লেখযোগ্য হল 'গাঙচিল', 'মাসুম', 'জনতা এক্সপ্রেস', 'স্বর্গ নরক', 'পরিবর্তন' ও 'সালতানাত'। দুই শতাধিক ছবিতে খল অভিনেতা হিসেবে অভিনয় করেছেন তিনি।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ফারজানা