অঞ্জন দত্তের জীবনের নানা অজানা দিক নিয়েই প্রকাশ হয়েছে বই ‘অঞ্জনযাত্রা’। বিশ্বসাহিত্য কেন্দ্র ঢাকার মিলনায়তনে (২য় তলা) এই বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এটি গায়ক ও অভিনেতা অঞ্জন দত্তের জীবনকাহিনী। এর মাধ্যমে যাত্রা শুরু হয়েছে 'ছাপাখানার ভূত' এর।
মঙ্গলবার বিকেল ৫টায় 'অঞ্জনযাত্রা' এর মোড়ক উন্মোচন হয়। বইটির প্রকাশনা উৎসবে অঞ্জন দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন অঞ্জন দত্তের স্ত্রীসহ অঞ্জন ভক্তবৃন্দ।
অঞ্জন দত্ত কথার ফাঁকে বাংলাদেশের গুণী কণ্ঠশিল্পী লাকী আখন্দকে নিয়ে স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এক অনন্য উচ্চতায় চলে গেছেন। আমি তাকে ছাড়িয়ে যেতে কখনোই পারিনি, পারবো না। এই বয়সে আর সম্ভব না! তবে আমি অনেক ভালো অভিনেতা হতে পারতাম।'
তিনি আরও বলেন, আমি গায়ক হিসেবে পরিচিতি পেলেও অভিনেতা হতেই কিন্তু চেয়েছিলাম। কিন্তু তা কি পেরেছি। জীবনে ৪০-৪২ বছর পর অনেক কিছুই কিন্তু ছেড়ে দিয়েছিলাম। এরপরও কিছু একটা করছি আর কি! তবে বলতে গেলে, আমার বই "অঞ্জনযাত্রা' আমার জীবনের সব গল্প।'
পরে দীর্ঘক্ষণ সাংবাদিক ও ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন অঞ্জন দত্ত।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৮/এনায়েত করিম