ভারতের মুম্বাইয়ে জনপ্রিয় টিভি অভিনেতা করণ পরাঞ্জপের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিনেতার বয়স ছিল মাত্র ২৬ বছর।
দেশটির স্থানীয় টেলিভিশনে 'দিল মিল গয়ে' নামের একটি ধারাবাহিকে জিগনেশের ভূমিকায় অভিনয় করতেন করণ। তার জনপ্রিয়তা এতটাই ছিল যে ঘরে ঘরে পৌঁছে যায় তার নাম।
রবিবার নিজের বাড়িতেই সকাল ১১টার দিকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। রিপোর্ট অনুযায়ী তাঁর মা-ই লাশ উদ্ধার করেন। তবে তিনি কীভাবে মারা গেছেন সেই কারণ এখনও স্পষ্ট নয়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘুমের মধ্যে সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে করণের মৃত্যু হয়েছে। করণ সঞ্জীবনী ধারাবাহিকে অভিনয় করেও খ্যাতি পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে ভারতের টেলিমিডিয়া অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে।
বিডিপ্রতিদিন/ ই জাহান