বলিউড দুনিয়া থেকে বেশ কিছুদিন ধরে দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৬ সালে ‘জয় গঙ্গাজল’ ছবিতে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। তবে বলিউড পাড়ায় জোর গুঞ্জন, দুই বছর বিরতির পর আবার হিন্দি সিনেমায় ফিরতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।
সূত্রের খবর, বেশ কয়েকটি ছবির নামই শোনা যাচ্ছে, যেগুলোতে তিনি কাজ করতে পারেন। এসবের মধ্যে আছে সালমান খানের বিপরীতে ‘ভারত’ ছবি, আমির খানের বিপরীতে একটি জীবনধর্মী ছবি। আমিরের ছবিটি পরিচালনা করার কথা রাকেশ শর্মার।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বললেন, ‘যখন আমার সঙ্গে কথা হয়েছিল, তখন আমির ছবিটি করতে চেয়েছিলেন। কাজ শুরু হওয়ার কথা ছিল সামনের বছর থেকে। কিন্তু এখন আমির ছবিটি করছেন না। ফলে আমিও থাকব কি না সে ব্যাপারে কিছু বলতে পারছি না।’
এদিকে পরিচালক সোনালী বসুর সঙ্গে কাজ করার ব্যাপারেও ব্যক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করেছেন পিসি। সত্য ঘটনা অবলম্বনে একটি ছবি বানাতে চান সোনালী। ছবির গল্পটা নাকি ভালো লেগেছে প্রিয়াঙ্কার। তাই সব কিছু মিলিয়ে বলা চলে, আবার বলিউডে ফিরতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর