উপকার করতে গিয়ে হিতে বিপরীত করে ফেললেন সিলভেস্টার স্ট্যালোন। সালমান খানের আসন্ন ছবি ‘রেস থ্রি’র পোস্টার শেয়ার করতে গিয়েছিলেন ‘রকি’ তারকা। সেখানে সালমানের নাম লিখে তাঁর ছবি শেয়ার করতে গিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করে বসলেনববি দেওলের ছবি।
'রেস থ্রি' ছবির প্রচারের ফাঁকেই স্ট্যালোনের নতুন ছবি ‘ক্রিড টু’ ছবির একটি প্রচারের ভিডিও শেয়ার করেন সালমান খান। সেই সঙ্গে লেখেন, সকল সিনেমাপ্রেমীদের এই ফিল্ম দেখা উচিৎ।
এরপর পাল্টা শুভেচ্ছা জানিয়ে সৌজন্য দেখাতে চেয়েছিলেন স্ট্যালোনও। 'রেস থ্রি' ছবির পোস্টার শেয়ার করতে গিয়ে বিপত্তি টেনে আনেন হলিউডের তারকা। আসলে সালমান খান নিজের চরিত্রের পাশাপাশি ছবির সবকটি চরিত্রের ছবিই শেয়ার করছিলেন। সেই নিয়মে ববির ছবিও শেয়ার করেন। তার থেকেই বিপত্তি।
পরে অবশ্য আগের পোস্টটি মুছে দেন স্ট্যালোন। পরে লেখেন, ‘চলো আর একবার চেষ্টা করা যাক। অত্যন্ত প্রতিভাবান সালমান খানকে তার নতুন সিনেমা 'রেস থ্রি'র জন্য শুভেচ্ছা জানাই।’
রেস সিরিজের এই নতুন ছবিতে পুরনো অভিনেতাদের মধ্যে রয়েছেন শুধু অনিল কাপুর। তাছাড়া ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, সাকিব সালিম, ডেইজি শাহ, ববি দেওল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর