অনেকে দাবি করে থাকেন, শিল্পের স্বার্থে না কি শিল্পীকে তার সবটাই দিয়ে দিতে হয়। প্রায় সে কথা শিরোধার্য করেই শাহিদ কাপুর কাজ করে চলেছিলেন দেহরাদুনে। শ্রী নারায়ণ সিংয়ের পরিচালনায়, প্রেরণা অরোরার প্রযোজনায় জোর কদমে শুটিং চলছিল 'বাত্তি গুল মিটার চালু' ছবির।
এবং অনিয়মও চলছিল সমান তালে। প্রথমে খবর এসেছিল, শুটিং স্পট শহর থেকে এতটাই দূরে যে যাতায়াতের সময় আর খরচ দুটোই বাঁচাবার জন্য শাহিদ কাপুর পাঁচতারা ছেড়ে এক হোম-স্টেতে থাকছেন। সামান্য হলেও তা নায়কের শরীরকে কিছু অস্বস্তির মধ্যে ফেলেছে ঠিকই, বিলাসবহুল জীবনযাত্রার অভ্যাস আচমকা ভাঙলে যা হয় আর কী! তার সাথেই চলছিল তাড়াতাড়ি শুটিং শেষ করার জন্য দিন-রাত এক করে কাজ। পরিণামে, অসুস্থ হয়ে পড়েছেন নায়ক।
জানা গেছে, শুটিং চলাকালীনই প্রথমে তীব্র জ্বর আসে তার। সেটাকে পাত্তা না দিয়ে শাহিদ কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু যখন মুখ দিয়ে হঠাৎ রক্ত বেরিয়ে আসে, তখন আর তা সম্ভব হয় না।
ছবিতে না কি খুব জোরে জোরে চেঁচিয়ে একটা সংলাপ বলার কথা ছিল শাহিদের। সেটা করতে গিয়েই তাঁর কণ্ঠনালীর ভিতরে অবস্থিত কিছু রক্তশিরা ছিঁড়ে গেছে। ফলে, মুম্বাই ফিরে আসা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। আপাতত চিকিৎসাধীন থাকলেও তাড়াতাড়িই শুটিংয়ে ফিরবেন বলে জানা গেছে।
তবে, প্রযোজক প্রেরণা অরোরার পক্ষে ব্যাপারটা এ বার অদ্ভুত দিকে যাচ্ছে। তার প্রযোজিত, বিশাল ভরদ্বাজ পরিচালিত 'স্বপ্না দিদি' ছবির কাজ বন্ধ হয়ে গেল ইরফান খানের অসুস্থতার জন্য। আর এবার সামান্য হলেও অসুস্থ হয়ে পড়লেন তারই ছবির কাজের মধ্যে শাহিদ কাপুর!
দেখুন, শরীর থাকলেই তার অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাটাও থাকে। শাহিদ এখন অসুস্থ, সুস্থ হলেই কাজে ফিরবেন', এর চেয়ে বেশি কিছু আর বলছেন না প্রেরণা।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/আরাফাত