বলিউডে গ্ল্যামারহীন লুকে আবির্ভূত হচ্ছেন মূলধারার তারকারা। বেশ কয়েক ছবি মুক্তি পেতে যাচ্ছে যেসব ছবিতে সাধারণ মানুষের বেশেই দেখা যাবে হৃত্বিক রোশন, আলিয়া ভাট, আনুশকা শর্মা, বরুণ ধাওয়ানের মতো তারকাদের। পরপর বেশ কিছু বলিউড ছবিতে নায়ক-নায়িকাদের দেখা যাচ্ছে সাদামাটা চেহারায়। নতুন প্রজন্মের মধ্যে এই ট্রেন্ড একেবারে পোক্ত ভাবে শুরু করেছিলেন আলিয়া ভাট। কে ভুলতে পারে, তার ‘হাইওয়ে’ বা ‘উড়তা পাঞ্জাব’-এর নিপাট আভরণহীন চেহারা?
কিন্তু কেন হঠাৎ গ্ল্যামারহীন চরিত্রে মাতলেন জনপ্রিয় তারকারা? অবশ্যই চরিত্রের দাবিতে। কিন্তু মজার বিষয় হল, আগে এই ধরনের ভূমিকায় অভিনয় করতেন চরিত্রাভিনেতারা। এক প্রজন্ম আগে যে ধরনের চরিত্র করতে দেখা যেত নাসিরউদ্দিন শাহ এবং ওম পুরীকে। এখন সেই চরিত্রগুলোয় যেমন রাজকুমার রাও কিংবা নওয়াজউদ্দিন সিদ্দিকিদের দেখা যাচ্ছে, তেমনই সাধারণ মানুষের চরিত্র করতে দেখা যাচ্ছে হৃতিক, বরুণদেরও।
আবার স্মিতা পাতিল এবং শাবানা আজমিদের যে ধরনের সাধারণ মেয়ের চরিত্রে দেখা যেত, সেই ঐতিহ্য এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন আলিয়া ভাট বা অানুশকা শর্মার মতো মূলধারার অভিনেত্রীরা।
লক্ষ করলে দেখা যাবে, বলিউডে এখন বিষয়বস্তুর গুরুত্ব সবচেয়ে বেশি। বিষয়গুলোও চরিত্রনির্ভর। নির্মাতারা দেখেছেন, এই চরিত্রগুলোয় নামজাদা কাউকে নিলেই অর্থলাভ! তারকাদের চ্যালেঞ্জিং রোল করার খিদে মেটে, দর্শকেরও পর্দায় তারকা দেখে চোখ জুড়োয়- সুতরাং এক ঢিলে দুই পাখি!
নায়িকাদের অবশ্য গ্ল্যামারহীন অবতারে বারবার দেখা গিয়েছে। ‘রিফিউজি’র কারিনা থেকে শুরু করে ‘সর্বজিৎ’-এর ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সম্প্রতি ‘পরি’র অানুশকা শর্মা— সকলেই চেহারার জৌলুস বর্জন করে আপন করে নিয়েছেন চরিত্রকে। এই তালিকায় বারবার চলে আসেন আলিয়া ভাট। মেঘনা গুলজারের ‘রাজি’-তে তিনি স্পাইয়ের চরিত্রে। সেখানেও সাজগোজের তেমন বালাই নেই চরিত্রটির।
অানুশকা আবার ‘সুই ধাগা’-তেও সাধারণ। ফুলছাপ শাড়ি, মেকআপের লেশমাত্র নেই। এ রকমই ডি-গ্ল্যাম চেহারায় কলকাতায় শুটিং করে গেলেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর, ‘ধাড়াক’-এর জন্য। জাহ্নবী প্রথম ছবিতেই চাকচিক্যহীন রোলে দেখা দেবেন, কেউই অনুমান করেননি।
পাশাপাশি হৃতিককে জয়পুরের রাস্তায় পাঁপড় বিক্রি করতে দেখা যাচ্ছে আনন্দকুমারের চরিত্রে। বরুণ ধাওয়ানকে সাদামাটা শার্ট পরে সাইকেল চালাতে দেখা গিয়েছে ‘সুই ধাগা’য়। সে দিক থেকে দেখলে, বরুণকে এ বছর একটু বেশিই দেখা যাবে ডি-গ্ল্যাম লুকে। ‘অক্টোবর’-এ তাঁর ছিমছাম লুকও নজর কেড়েছে দর্শকের। সব মিলিয়ে এ বছর ডি-গ্ল্যাম ট্রেন্ডই জমজমাট!
বিডি প্রতিদিন/২৮ মার্চ, ২০১৮/ফারজানা