আগামী ৬ এপ্রিল মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত 'স্বপ্নজাল' ছবিটি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবিতে পরীর বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান। ইতিমধ্যে ছবির প্রচারণা শুরু করেছে 'স্বপ্নজাল' টিম। গত রবিবার তারা গিয়েছিলেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এদিকে, আজ বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন তারা। এটি আয়োজন করেছে 'অলটাইম'। জানা গেছে, 'স্বপ্নজাল'র সঙ্গে পৃষ্ঠপোষকতায় জড়াচ্ছেন তারা।
'স্বপ্নজাল' ছবিতে পরীমণির চরিত্রের নাম শুভ্রা। ছবিটিতে কাজ করতে গিয়ে চরিত্রের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন পরীমণি। শ্যুটিং শেষ হওয়ার পরও সে চরিত্রটি থেকে বের হতে তার বেগ পেতে হয়েছিল। ওইসময় অন্য ছবির শ্যুটিংও বন্ধ করে দিয়েছিলেন। নতুন ছবির কাজ হাতে নেননি। শুভ্রার কষ্টে কেঁদেছেন, আনন্দে হেসেছেন। ছবি মুক্তির এখনো ঢের দেরি। কিন্তু শুভ্রাকে আজই এক ঝলক দেখা যাবে। কারণ শুভ্রার সাজেই আজ নিজেকে সাজাবেন পরীমণি। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন তিনি।
যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে 'স্বপ্নজাল' ছবিটি। গত ৫ ফেব্রুয়ারি প্রিভিউ কমিটির অনুমোদন পায় ছবিটি। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
বিডি প্রতিদিন/২৮ মার্চ, ২০১৮/ফারজানা