ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। নিজ অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন দর্শক হৃদয়। ঢাকাই ছবিতে গত এক দশকের বেশি সময় ধরে অভিনেতা হিসেবে রাজত্ব করছেন শাকিব। এবার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাকিব খান ফিল্মস’ থেকে নিয়মিত সিনেমা প্রযোজনার ঘোষণা দিলেন শাকিব খান।
বুধবার তার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
শাকিব বলেন, এখন থেকে ‘শাকিব খান ফিল্মস’-এর ব্যানারে নিয়মিত সিনেমা প্রডিউস করতে চাই। দুই বাংলায় বড় বড় সিনেমা বানাতে চাই। সেগুলোতে আমি নিজে অভিনয় করবো। আবার নতুনদেরও সুযোগ করে দিতে চাই। এছাড়া নতুন নির্মাতাদের সুযোগ করে দিতে চাই, পুরনো গুণী নির্মাতাদের নিয়ে কাজ করতে চাই। সবমিলে আমরা সুন্দর একটা বন্ধন তৈরি করতে চাই।
এদিকে একই অনুষ্ঠানে উন্মুক্ত হয়েছে শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল। এর নাম ‘শাকিব খান অফিশিয়াল’।
বিডিপ্রতিদিন/ ই জাহান