গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র 'স্বপ্নজাল'। ছবিটির পর্দা উঠতে যাচ্ছে আগামী ৬ এপ্রিল। ঢাকাসহ সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে চলচ্চিত্রটি। 'মনপুরা' সিনেমাটি মুক্তির নয় বছর পর এ নির্মাতার 'স্বপ্নজাল' সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।
স্বপ্নজাল ছবিটি নিয়ে আজ বুধবার আজ বেঙ্গল ক্রিয়েশনের প্রযোজনায় ও অলটাইম এর নিবেদনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ছবিটির বিভিন্ন চরিত্র রুপদানকারী পরীমণি (শুভ্রা), ইয়াশ রোহান (অপু), ফজলুর রহমান বাবু, ফারহানা মিঠু, হাসনাত রিপন, তানজিলা মাহা, ইরেশ যাকের, মিশা সওদাগর ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।
পরীমণি বলেন, 'স্বপ্নজাল আমাকে আমার কাছে নতুন করে চিনিয়েছে। স্বপ্নজাল আসলে স্বপ্নের মতো। আমাকে চেনার জন্য এটার অনেক অবদান রয়েছে। আমার আমিকে চিনতে পেরেছি। আমি গিয়াসভাইসহ এই ছবির কলাকুশলী সকলের নিকট কৃতজ্ঞ।'
ইয়াশ রোহান বলেন, স্বপ্নজাল আমার কাছে একটা অনুভূতির নাম। সেই অনুভূতি থেকে নিজেকে বের করতে পারছি না,পারবোও না। আশা করি দর্শকও এর থেকে বের হতে পারবে না। '
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, 'স্বপ্নজাল ছবিটি দুটি প্রাণের বাঁধনের এক প্রেমের গল্প। আশা করি মনপুরার মতো ছবিটিও দর্শকদের কাছে ভালো লাগবে।'
সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণ আরএফ এল এর জেনারেল ম্যানেজার (মিডিয়া) সুজন মাহমুদসহ ছবিটির কলা-কুশলী অনেকেই।
বিডিপ্রতিদিন/ ই জাহান