চার বছর পর ছোট পর্দায় ফিরেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ‘সাত পাকে বাঁধা’ সিরিয়ালে 'দুষ্টু চরিত্রটি নিয়ে বেশ পরিচিত পান তিনি। ২০১৩-য় ‘সাত পাকে বাঁধা’ শেষ হয়। কিন্তু এরপর আর কাজ হাতে নেননি। ফের ছোট পর্দায় ফিরছেন তিনি।
দীর্ঘ বিরতি সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলা সেন বলেন, দু’বছর পর যখন ফিরব ভাবি, তখন হঠাৎ করে এক দুর্ঘটনায় বাবা মারা যান। ওই সময় ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। একটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম।
ঐন্দ্রিলা আরও বলেন, নিজের জন্যই পর্দা থেকে দূরে ছিলাম। কাজের জন্য নয়। টেলিভিশনের দু’টি বড় বড় চ্যানেল, বিভিন্ন প্রোডাকশন হাউস, এমনকি বাংলাদেশ থেকেও কাজের প্রস্তাব পেয়েছি।
বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/ফারজানা