আস্তে আস্তে খুলে যাচ্ছে ফাইলের পাতা! আর কেসগুলো স্পষ্ট হয়ে আসছে! এটা চার নম্বর কেস আর কী! মানে, রুক্মিণী মৈত্র আর দেব-এর রসায়নের কথাই এখানে ধরতে হবে! যার উপরে ভিত্তি করে, সাথে মুম্বাই বিস্ফোরণের মশলা জুড়ে দীর্ঘ দিন পরে ছায়াছবির পর্দায় হুলস্থূল ফেলতে তৈরি পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।
তার আগে, দর্শকদের মনে একটু উত্তেজনার সঞ্চার করার জন্য ছবির শুটিংয়ের নানা পর্ব 'কবীর ফাইলস' নাম দিয়ে একটু একটু করে ছাড়া হচ্ছে ইউটিউবে, হরেক সোশ্যাল মিডিয়ায়। একেকটি ভিডিওকে আখ্যা দেওয়া হচ্ছে একেকটা কেস নামে! তার মধ্যেই এবার মুক্তি পেল চার নম্বর কেস যেখানে ধরা দিয়েছে ছবির নায়িকা রুক্মিণী ও নায়ক দেবের ট্রেন সফরের ইতিবৃত্ত।
অবশ্য, ছবির নির্মাতারা বেশ জাঁক করে, ঢাকঢোল পিটিয়ে প্রচার করে বেড়াচ্ছেন যে 'কবীর'-ই না কি হতে চলেছে সেই প্রথম বাংলা ছবি, যার অনেকটাই শুট করা হয়েছে চলন্ত ট্রেনের মধ্যে! দাবি শুনলে যদিও গালে হাত দিতে হয়! আর চোখ বড়ো বড়ো করে বলতে হয়- সত্যজিৎ রায়ের 'নায়ক' ছবির কথা কি ভুলে মেরে দিয়েছেন সবাই?
বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৮/আরাফাত