পুরান ঢাকার ঝলমলে আলোকে পরিপূর্ণ একটি গ্যারেজ। গ্যারেজের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন আর্টস ওয়ার্ক। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গাড়ির বিভিন্ন সরঞ্জাম, টেবিল, টায়ারসহ অকেজো জিনিস। আর এর উপরে ঝলমলে আলো বিচ্ছুরিত হয়ে আলাদা মাত্রা পেয়েছে। সাথে বাজছে ধুম তালের গান। রীতিমতো ধুন্দমার অবস্থা। বিশাল আয়োজন। একটু নজর দিতেই দেখা গেল আলোভেদ করে বেরিয়ে আসছে নায়লা নাঈম। তার সাথে সহ-শিল্পী নাবির ইকবাল।
জানা গেল, সিডি ভিশনের আয়োজনে কাজী শুভ'র গান 'সে বিনে'র মিউজিক ভিডিওটির শুটিং হচ্ছে আজ। যেখানে নায়লা গাড়ি ঠিক করতে আসে নাবিরের গ্যারেজে। পরবর্তীতে দুইজনে মিলে তুখোড় ফ্যান্টাসীতে জড়িয়ে যায়। গানের তালে তারা নাচতে-গাইতে থাকে।
মিউজিক ভিডিওটির পরিচালক আবদুল্লাহ আল মামুন, ডিওপি কাওসার আহমেদ ও মেকআপ যতন। নিডো খান ও মিনাক্ষীর কোরিওগ্রাফীতে হেট দ্যা ক্রু ডান্স টিমের সাথে আবেদনময়ী রূপে নিজেকে উপস্থাপনা করেছেন নায়লা নাঈম।
নির্মাতা সূত্রে জানা যায়, আসছে পহেলা বৈশাখে সিডি ভিশনের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হবে।
উল্লেখ্য, এই মিউজিক ভিডিও ছাড়াও নায়লা নাঈম ভিন্নরূপে হাজির হবেন সায়রা রেজার 'আসাম যাবো', সহ-শিল্পী আরেফিন জিলানীর সাথে করা বেবীডলসহ একাধিক মিউজিক ভিডিওতে।
বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৮/আরাফাত