‘ট্রিপল এক্স’-এর পর ফের হলিউডি ছবির প্রস্তাব এসেছে দীপিকা পাড়ুকোনের ঝুলিতে। তবে ছবির কি নাম, কে কে থাকছেন সেই ছবিতে, এমনকি ছবির পরিচালকের নামটিও এখনও জানা যায়নি৷
এদিকে ইরফান খানের অসুস্থতার জন্য পিছিয়ে গেছে এই অভিনেত্রীর বলিউডের পরবর্তী ছবির কাজ। যে ছবিতে প্রথমবার বিশাল ভারদ্বয়াজের সঙ্গে কাজ করবেন দীপিকা।
তবে এসব ছাড়িয়ে বি-টাউন এখন মশগুল দীপিকা-রণবীরের বিয়ের খবরে। জোর গুঞ্জন এই যে, চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা যুগল। তাই বিয়ের শপিংয়েই নাকি এখন ব্যস্ত রয়েছেন নায়িকা। ।
প্রসঙ্গত, ‘মার্বেল’র এই বিখ্যাত কমিক চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন রায়ান রেনল্ডস। মে মাসে মুক্তি পাওয়ার কথা ‘ডেডপুল’র দ্বিতীয় সংস্করণের। ছবিটি ডাবিংয়ের প্রস্তাবটি রণবীর সিংকে দেওয়া হয়েছিল। কিন্তু ‘গাল্লিবয়’ ছবির জন্য এই প্রস্তাব ছেড়ে দিতে হয়রণবীর সিংকে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর