আগামী ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে সুপারহিরো ভিত্তিক চলচ্চিত্র 'বিজলী'। সম্প্রতি ছবির আরেকটি পোস্টার প্রকাশ করা হয়েছে যাতে দেখা গেছে পুরো 'বিজলী' টিমকে। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী এবং প্রযোজনা করেছে চিত্রনায়িকা ববির 'ববস্টার ফিল্মস'। ছবিটিতে মূল চরিত্রেও তিনি অভিনয় করেছেন। ছবিতে তার নায়ক কলকাতার অভিনেতা রণবীর।
তারকাবহুল ছবি 'বিজলীতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, মিজু আহমেদ, জাহিদ হাসান, আহমেদ শরীফ প্রমুখ।
বাংলাদেশসহ মোট চারটি দেশে ক্যামেরাবন্দী হয়েছে ছবিটির দৃশ্যায়ন। গত ফেব্রুয়ারিতে বিনা কর্তনে সেন্সরবোর্ড পাড়ি দিয়ে ছাড়পত্র পায় 'বিজলী'। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য।
বিডি প্রতিদিন/৩০ মার্চ, ২০১৮/ফারজানা