এবার কলকাতার ফিচারধর্মী চলচ্চিত্রে দেখা যাবে ঢালিউড অভিনেতা ইমনকে। ৬০ মিনিট ব্যাপ্তির এ ছবির নাম 'সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’। ছবিটিতে ইমনের নায়িকা কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষ।
এর আগে কলকাতায় বিজ্ঞাপনের শ্যুটিং করেছিলেন ইমন। এবার ছবির শ্যুটিংয়ের জন্য সেখানে যাচ্ছেন তিনি। ইমন জানান, 'শিগগিরই কলকাতায় যাবেন তিনি। সেখানে গ্রুমিং করে ৬ এপ্রিল শুটিংয়ে অংশ নেবেন।'
'সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’ চলচ্চিত্রটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা কৃষ। ছবিটিতে কাজ করা বিষয়ে ইমন বলেন, আমার কয়েকটি ছবি দেখে সেখানকার প্রযোজক আমার সাথে যোগাযোগ করেন। সব মিলিয়ে কাজটি পছন্দ হয়েছে। নির্মাতার প্রতি আমি কৃতজ্ঞ। বাকিটা শুটিং শেষে বলতে পারবো।
বিডি প্রতিদিন/৩০ মার্চ, ২০১৮/ফারজানা