লাল টিপ নয়, বুবলীর কপালে এবার নীল টিপ। বলছি তার ফেসবুক পেইজের কথা। আজ ভেরিফায়েড হয়েছে বুবলীর সামাজিক যোগযোগ মাধ্যমের এই পেইজটি। তাইতো কিছুটা উচ্ছ্বসিত তিনি।
উচ্ছ্বাসের এ কারণ জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক পেইজ ভেরিফায়েড থাকলে অনেক নিশ্চিন্তে থাকা যায়। কারণ তথ্য-প্রযুক্তির এ যুগে এসব বিষয়ে সচেতন না হলে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। শিকার হতে হয় এক বা একাধিক পেইজ বিড়ম্বনার। ভেরিফায়েড থাকলে এখন আর কেউ মিসগাইড হবেন না।
সকালে থেকেই এফডিসিতে 'ক্যাপ্টেন খান' এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন বুবলী। অন্যদিকে ছবির নায়ক শাকিব খান অসুস্থ থাকায় অন্যান্য দৃশ্যের চিত্রায়ন হচ্ছে বলে জানালেন বুবলী।
বিডি প্রতিদিন/৩০ মার্চ, ২০১৮/ফারজানা