হাসপাতাল ছাড়লেন শাকিব খান। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাসায় ফিরে যান ঢালিউডের এ শীর্ষ নায়ক। বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর ইসলাম লেনিন। তিনি বলেন, কিছুক্ষণ আগে (দুপুর ১২টার দিকে) শাকিব খান রিলিজ পেয়েছেন।
বুকে অস্বস্তি বোধ করলে গতকাল বিকেলে হাসপাতালে আসেন শাকিব খান। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কিছুটা শারীরিক অবস্থার উন্নতি ঘটে তার। কিন্তু চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেন। সেখানে কার্ডিওলজিস্ট ডাঃ ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
বিডি প্রতিদিন/৩০ মার্চ, ২০১৮/ফারজানা