কাজলের বোন তানিশার পর এবার মন্দিরা বেদি। বিকিনি পরায় সমালোচনার মুখে পড়তে হল টেলিভিশনের জনপ্রিয় এই সঞ্চালিকা-অভিনেত্রীকে। ভারতের গোয়ায় গিয়ে কেন বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন মন্দিরা। আর এর পরেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। যদিও সমালোচনার মুখে পড়ে সমালোচকদের যোগ্য জবাবও দেন মন্দিরা।
টেলিভিশনের এই জনপ্রিয় মুখ এদিন বলেন, তিনি একজন অভিনেত্রী। আর তিনি সব সময় এগিয়ে যেতে চাওয়া নারীদের কথা ভাবেন। তাকে দেখে যে নারীরা অনুপ্রাণিত হয়েছেন নতুন কিছু করার, তাদের জন্যই তিনি নতুন কিছু করার অনুপ্রেরণা পান। কোন ব্যক্তি তাকে কী বললেন, তা নিয়ে কখনওই চিন্তা ভাবনা করেন না বলেও জানান মন্দিরা বেদি।
প্রসঙ্গত সম্প্রতি কারিনা কাপুর খানকে ‘কঙ্কাল’ বলে আক্রমণ করেন নেটিজেনদের একাংশ। কারিনার পর কাজলের বোন তানিশাকেও ‘কঙ্কালসার’ বলে আক্রমণ করা হয়। এমনকী, তানিশা মোহময়ী নন, বরং কিছু খাওয়াদাওয়া করে তিনি যেন সুস্বাস্থ্য বজায় রাখেন, সে বিষয়েও পরামর্শ দেওয়া হয় কাজলের বোনকে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর