পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও বলিউড অভিনেতা রণবীর কাপুর। দুজনে দুই দেশের হলেও কাজের ক্ষেত্র এক হওয়ায় দুজনের মধ্যে বেশ কয়েকবার ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এমনকি দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে এমন গুঞ্জনও উঠে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন রণবীর-মাহিরা।
কিন্তু বুলগেরিয়াতে শুটিং শেষে ভারতে ফেরেননি রণবীর। লন্ডনে থেকে যান তিনি। এদিকে মাহিরাও লন্ডনে অবস্থান করছেন। গুঞ্জন উঠেছে, মাহিরার সঙ্গে চুপি চুপি দেখা করতেই লন্ডনে গিয়েছেন রণবীর।
যদিও পরিকল্পিতভাবে নাকি লন্ডনে যাননি রণবীর-মাহিরা। একটি পণ্যের প্রচারে অংশ নিতে লন্ডনে গিয়েছেন মাহিরা। অন্যদিকে মার্শাল আর্ট প্রশিক্ষণ নিতে দেশটিতে গিয়েছেন রণবীর। এ অভিনেতা যখন জানতে পেরেছেন মাহিরা লন্ডনে আছেন তখন তিনি এ অভিনেত্রীর সঙ্গে নৈশভোজ করেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান