'মনপুরা' খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র 'স্বপ্নজাল'। ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার আজ প্রকাশিত হয়েছে। ছবিটির পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে- 'স্বপ্নজালের প্রথম অফিশিয়াল পোস্টার 'জলের গ্লাস দেয়ার ছলে একটু শুধু ছুঁয়ে দিও'।
আগামী ৬ এপ্রিল ঢাকাসহ সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে চলচ্চিত্রটি। 'মনপুরা' সিনেমাটি মুক্তির নয় বছর পর এ নির্মাতার 'স্বপ্নজাল' সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।
বেঙ্গল ক্রিয়েশনের প্রযোজনায় ও অলটাইম এর নিবেদনে ছবিটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন পরীমণি (শুভ্রা), ইয়াশ রোহান (অপু), ফজলুর রহমান বাবু, ফারহানা মিঠু, হাসনাত রিপন, তানজিলা মাহা, ইরেশ যাকের, মিশা সওদাগর ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।
বিডিপ্রতিদিন/ ই-জাহান