‘বিগ বস ১১’-এ তিনি চ্যাম্পিয়ন হতে পারেননি। তবু বিজয়ী শিল্পা শিন্ডের চেয়ে বেশি জনপ্রিয়তা তারই। আর সম্প্রতি কাঞ্জিভরম শাড়িতে জমকালো উপস্থিতিতে আরও একবার হিনা খান জয় করলেন নেটিজেনদের মন।
জানা যাচ্ছে, দুবাই ফ্যাশন লিগে সেই পোশাকে অংশ নিয়েছিলেন হিনা খান। লাল-সোনালি সেই শাড়িতে হিনাকে অপরূপ সুন্দরী দেখাচ্ছিল। তার এই নতুন লুক বেশ পছন্দ হয়েছে তার ভক্তদের।
ইনস্টাগ্রামে নিজের কাঞ্জিভরম পরিহিত একাধিক ছবি পোস্ট করেছেন হিনা। শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন মানানসই গয়নাও। আর টানটান খোঁপায় লাগিয়েছিলেন ফুল। হিনাকে অধিকাংশ সময়ে এর উলটো ধরনের পোশাকেই দেখা গেছে। এবার দেখা মিলল শাড়ি, গয়না, ফুলের সাজে সজ্জিতা হিনার।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর