পাকিস্তানের সাবেক জনপ্রিয় মডেল ও ফ্রিল্যান্স সাংবাদিক অ্যানি আলী খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
শনিবার করাচির জিমখানা এলাকার কসর-ই-জয়নাব ভবনের তৃতীয়তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিনিয়র এসপি ওমর শহীদ। খবর দ্য ডনের।
পুলিশ বলছে, তিনি ফ্ল্যাটে একা থাকতেন। তার স্বামী বর্তমানে বিদেশে রয়েছেন। ধারণা করা হচ্ছে, বইয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর তিনি দগ্ধ ও শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এবং আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
অ্যানি আলী খান সাংবাদিকতার পাশাপাশি তথ্যচিত্র নির্মাণ করতেন। তিনি ‘ডন’, ‘হেরাল্ড’, ‘স্লেট’, ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’, ‘দ্য এশিয়া সোসাইটি’ও ‘দ্য ক্যারাভ্যান’-এ লিখতেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৮/মাহবুব