গানের ডিজিটাল ইন্ডাস্ট্রিতে কোটি ভিউকে মাইলফলক মানা হয়। শেষ পর্যন্ত ভিউ'র চেয়ে কনটেন্ট এর গুরুত্ব বেশি থাকলেও কোটি ভিউ'র আলাদা কদর রয়েছে। এবার কোটিপতি গায়কের খাতায় নাম লেখালেন জনপ্রিয় গায়ক এসডি সাগর।
এর আগে তার 'বল না তুই বল না' শীর্ষক একটি গান আশাতীত জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি সাগরের 'বাজে ছেলে' ছবিতে গাওয়া 'তোর চোখে পরলে চোখ' গানটি কোটি ভিউ অতিক্রম করেছেন।
সোহেল বাবু পরিচালিত ছবিটির গানে সাগরের সহশিল্পী ছিলেন পাপড়ি। আহমেদ হুমায়ুন এর সুর সংগীতে, সুদীপ কুমার দীপের কথায় গানটিতে পর্দায় ছিলেন বাপ্পী চৌধুরী ও দিপালী।
কোটি ভিউ প্রসঙ্গে এসডি সাগর বলেন, 'এটি নি:সন্দেহে বড় পাওয়া। সবচেয়ে বড় কথা আমার প্রথম প্লে ব্যাকের গানটিই কোটি শ্রোতার ভালোবাসা পেল। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেল।'
গান গাওয়ার পাশাপাশি মিউজিক কম্পোজিশনেও ব্যস্ত সময় পার করছেন সাগর। সুরঞ্জলি, লায়নিক মাল্টিমিডিয়া ও রুতাশা মাল্টিমিডিয়াসহ বেশ কিছু কোম্পানির জন্য নতুন গান করছেন সাগর।
বিডি-প্রতিদিন/ ই-জাহান