দীপিকা-রণবীরের অন্ধভক্ত ছিলেন জেইনাব, এখন তারাই যেন তার চোখের বালি! সরাসরি নিজের ইনস্টাগ্রামে জেইনাব লিখেছেন তার অভিজ্ঞতার কথা। বলেছেন ছবি তোলার অনুমতি তিনি নিয়েছিলেন। কিন্তু তারপরও রণবীর ভীষণ চিৎকার করেন তার ওপর। কটু কথাও বলেন। এতেই মন ভেঙেছে জেইনাবের।
তার মতে, যতই পর্দায় ঝকঝকে দেখাক এই অভিনেতা-অভিনেত্রীদের, বাস্তবে এরা মোটেও ভালো নয়।
ফ্লোরিডার উইনিভার্সাল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলেন দুজনে। রাস্তায় হাত ধরেই ছিলেন একে অপরের। একই জায়গায় উপস্থিত ছিলেন তাদের এক অন্ধ ভক্ত জেইনাব। সামনে প্রিয় তারকাকে পেয়ে সময় নষ্ট করেননি তিনি। ঝটপট তুলে ফেলেন ছবি ও ভিডিও। কিন্তু ছবি তোলার সঙ্গে এক খারাপ অভিজ্ঞতা হলো তার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন