আলোচিত মডেল-উপস্থাপিকা আমব্রিন মা হয়েছেন। কানাডায় একটি স্থানীয় হাসপাতালে গত ২৩ জুন মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রেখেছেন তাহজিব আমায়া চৌধুরী। ৪ আগস্ট আমব্রিন ফেসবুকে মেয়ের ছবি প্রকাশ করেছেন।
আমব্রিন জানান, এই কয়েকটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম। সবকিছু গুছিয়ে আনার পর ফেসবুকের মাধ্যমে খবরটা জানিয়ে দিলাম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে বেশ পরিচিতি পেয়েছিলেন আমব্রিন। গত বছরের ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন। কানাডায় পারিবারিকভাবে আমব্রিন ও তৌসিফের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর আমব্রিন আর দেশে ফিরেননি।
বিডি প্রতিদিন/ফারজানা