সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন ফেরদৌস-পূর্ণিমা। পুরোপুরি বাণিজ্যিক ধারার এ ছবিটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
ফেরদৌস বলেন, উপন্যাস-সাহিত্য নির্ভর গল্পে এখন কম ছবি নির্মিত হয়। মৌলিক গল্পের ছবি দর্শক পছন্দ করেন। সেটা মাথায় রেখেই ছবিটি করতে যাচ্ছি। ছবিতে আমি একজন সংবাদ কর্মী হিসেবে হাজির হবো।
পূর্ণিমা বলেন, পাঁচ বছর বিরতি দিয়ে আবার চলচ্চিত্রে ফিরছি। আমি চাইছিলাম এই ধরনের গল্পে কাজ করতে। ছবিতে একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করবো। আশা করছি ছবিটি দর্শকরা ভালো ভাবে গ্রহণ করবেন।
‘গাঙচিল’ ছবিটি প্রযোজনা করবে নুজহাত ফিল্মস। আগামী ডিসেম্বর মাসে ছবির শুটিং শুরু হবে। ছবিতে ফেরদৌস অভিনয় করবেন সাগর চরিত্রে এবং পূর্ণিমাকে দেখ যাবে মোহনা চরিত্রে। মহরতে বাকি ছবিটির শিল্পীদের নাম ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা