স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে বিচ্ছেদের পর থেকে 'সন্তানদের যথেষ্ঠ ভরণপোষণ না দেয়ার' অভিযোগ তুলেছিলেন হলিউড অভিনেত্রী-নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। তার অভিযোগর জবাব কড়াভাবেই দিয়েছেন পিট। তিনি বলেছেন, এসব ভুয়া অভিযোগ তুলে গণমাধ্যমে আলোচনায় থাকতে চাইছেন জোলি।
১০ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন জোলি-পিট। ২০১৬ সালের সেপ্টেম্বরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। বর্তমানে ছয় সন্তানের নিজের হেফাজতে রাখতে চাইছেন জোলি। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পিটের আইনজীবী আরও বলেছেন, ২০১৬ সালে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর জোলি ও তার ছয় সন্তানের ভরণপোষণের জন্য ১.৩ মিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছেন পিট। এছাড়া নতুন বাড়ি কিনতে জোলিকে আরও ৮ মিলিয়ন ডলার দিয়েছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা