কাশ্মীরের লাদাখে সম্প্রতি নতুন গানের ভিডিওর শুটিং করেছেন সঙ্গীতশিল্পী ইমরান। 'আমার এ মন' শিরোনামের গানে তার সঙ্গে মডেল হিসেবে ছিলেন তানজিন তিশা। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গত ১-৩ আগস্ট ব্যাপী লাদাখের বিভিন্ন লোকেশনে ভিডিওটির শুটিং হয়।
ইমরান বলেন, এবারের কাজটির অভিজ্ঞতা সবচেয়ে রোমাঞ্চকর। প্রায় চার-পাঁচ ঘণ্টা গাড়ি চড়ে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে গিয়ে শুটিং করেছি। কিছু উঁচু জায়গায় আমাদের উঠে কাজ করতে হয়েছে। যেখানে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ফলে সারাক্ষণ সঙ্গে আলাদা অক্সিজেন রাখতে হয়েছে।
গানটির মাধ্যমে প্রায় তিন বছর পর ইমরানের গানের ভিডিওতে দেখা যাবে তানজিন তিশাকে। তিনি বলেন, মনে হচ্ছিল শুটিংয়ের পুরোটা সময় স্বপ্নের মধ্যে ছিলাম। মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, পাহাড়ি রাস্তায় কাজ করেছি।
একক কণ্ঠে গাওয়া এ গানটির সুর-সংগীতও করেছেন ইমরান নিজেই। আর গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। ঈদকে সামনে রেখে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকে ব্যানারে আসবে গানটি।
বিডি প্রতিদিন/ফারজানা