প্রবাসীদের নিয়ে এটিএন বাংলার 'স্মাইল শো'তে গান করলেন কণ্ঠশিল্পী খন্দকার বাপ্পি। মনিরুজ্জামান মনির কথা ও তাহের আলীর সুরে প্রয়াত নায়ক জাফর ইকবালের গাওয়া জনপ্রিয় গান 'বিদেশ ঘুরে দেশে এলে' গানটির রিমেক করা হয়েছে। নতুন করে গানটির মিউজিক কম্পোজিশন করেছেন মোশারোফ অাজমী।
গানটি প্রসঙ্গে খন্দকার বাপ্পি বলেন, জনপ্রিয় একটি গানকে নতুন করে উপস্থাপন করা একটু চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে অামরা সর্বাত্মক চেষ্টা করেছি।
খন্দকার ঈসমাইল বলেন, সম্পূর্ণ প্রোগামটি প্রবাসীদের ঘিরে সাজানো হয়েছে। সকল প্রবাসীদের উৎসর্গ স্বরূপ গানটি তৈরি করি। বাপ্পির পাশাপাশি অামি নিজেও গানটিতে অংশগ্রহণ করেছি। অভিবাসীদের জন্য নির্মিত ‘স্মাইল শো’ প্রচারিত হবে ১১ আগষ্ট শনিবার রাত ১১টায়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান