বর্তমানে মুম্বাইতে রয়েছেন সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম খান। ইব্রাহিমকে দেখে যখন ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে, সেই সময় নিজের মোবাইল ফোনেই ব্যস্ত থাকতে দেখা যায় ইব্রাহিমকে। একবারও ক্যামেরার দিকে তাকানোর সময় পেলেন না ইব্রাহিম।
একদিকে যখন পাপারাৎজিকে পাত্তা দিচ্ছেন না ইব্রাহিম, সেই সময় তৈমুর কিন্তু নিজের রয়েছে। এমনকি ক্যামেরা দেখলেই তৎপর হয়ে যায় কারিনা পুত্র। বাবার কোলে থাকুক কিংবা মায়ের হাত ধরে, ক্যামেরা দেখলে সবসময় হাসতে দেখা যায় তৈমুরকে। আবার কখনও ফ্ল্যাশ দেখলে হাতও উঁচু করতে দেখা যায় তাকে। সবকিছু মিলিয়ে, সইফের বড় ছেলে ক্যামেরা দেখে লজ্জা পেলেও, তৈমুর কিন্তু, পাপারাৎজি দেখলেই লাফিয়ে উঠতে শুরু করে।
এদিকে, সাইফ কন্যা সারা আলি খান 'কেদারনাথ' ছবির শুটিং শেষ করে 'সিম্বা' নিয়ে ব্যস্ত। এই সিনেমায় সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রণবীর সিং। অন্যদিকে, 'কেদারনাথ' ছবিতে সারার বিপরীতে রয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর