সবকিছু ঠিক থাকলে শিগগিরই নিভবে প্রতিশোধের আগুন। অর্থাৎ ক্যামেরা ক্লোজ হবে ছবিটির। এখন চলছে গানের শুটিং।
মোহাম্মদ আসলাম পরিচালিত নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে ছবিটির কয়েকটি গান ক্যামেরাবন্দী হচ্ছে।
হালের ঢাকাই ছবির অন্যতম নায়ক জায়েদ খান। এ ছবিতে দ্বিতীয়বারের মতো তার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন মৌ খান। এর আগে শফিক হাসানের বাহাদুরী ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এদিকে বাংলাদেশ প্রতিদিনকে জায়েদ খান বলেন, এরই মধ্যেই প্রতিশোধের আগুনের কাজ শেষ পর্যায়ে। বাকি রয়েছে তিনটি গান। সহ-শিল্পী হিসেবে মৌ খান বেশ ভালো করছে। বাহাদুরী ছবিতে আমরা জুটিবদ্ধ হয়েছি। আশা করি দর্শকরা পর্দায় আমাদের রসায়ন বেশ উপভোগ করবে।
ছবিতে জায়েদ খান ও মৌ খান ছাড়াও আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, রেবেকা প্রমুখ।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৮/আরাফাত