যখন থেকে আলিয়া ভাটের সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, তখন থেকেই তাদের বিয়ের খবরও ছড়িয়ে পড়েছে। বলিউড পাড়ায় গুঞ্জন, দীপিকা-রণবীরের মতোই নাকি আলিয়াও খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে এবার তার বিয়ের গুঞ্জনে আলিয়া ভাট নিজেই মুখ খুলেছেন।
তার ও রণবীর কাপুরের সাত পাকে বাঁধা পড়ার খবরে আলিয়া বলেন, ''এই সব গুজব নিয়ে আমি মুখ খুলতে পছন্দ করি না। কোন গুজব ছড়িয়েছে মানেই সেটা নিয়ে প্রতিক্রিয়া জানাতে হবে, এমনটা আমি মনে করি না। যখন আমাকে নিয়ে আলোচনা হচ্ছে ততক্ষণই বুঝতে হবে আপনি প্রসঙ্গিক, যখন আপনাকে নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে, তখন বুঝতে হবে আপনার গুরুত্ব কমেছে। সত্যি কথা বলতে কি আমি ভালো আছি। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন দুটো নিয়েই আমি বেশ খুশি। যা হচ্ছে তাতে আমার কোনও আপত্তি নেই। ''
রণবীর-আলিয়া দুজনেই এই মুহূর্তে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় 'ব্রহ্মস্ত্র' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। কিছুদিন আগেই বুলগেরিয়া থেকে শ্যুটিং সেরে ফিরেছেন তারা। সেখানেও শ্যুটিংয়ের ফাঁকে রণবীর-আলিয়াকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে। তাদের দেখে বেশ বোঝা যাচ্ছে তারা একে অপরেরে সঙ্গে বেশ খুশি।
প্রসঙ্গত, আলিয়া রণবীরের সঙ্গে তার চটজলদি বিয়ের খবরকে গুজব বলে এড়িয়ে গেলেও, কিছুদিন আগে অবশ্য তিনিই ৩০ বছর বয়সের আগেই তার বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পাশাপাশি রণবীরও বিয়ে করে সংসার করতে এবং নিজের সন্তান চান বলে জানিয়েছিলেন। আর এর র থেকেই বি-টাউনে এই দুই তারকার বিয়ের খবর ছড়িয়ে পড়ে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর