রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ে করতে চলেছেন এমন গুঞ্জন বলিউডে অনেক দিন ধরেই। পাত্র-পাত্রীর কেউই স্পষ্ট করে কিছু বলছিলেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দু’জনের গতিবিধি দেখলে বোঝা যাচ্ছে, গুঞ্জন সত্যি।
বলিউডের অন্দর মহলের খবর, আগামী ২০ নভেম্বর বিয়ে করতে চলেছেন রণবীর-দীপিকা। ভারতীয় গণমাধ্যম বলছে, বিরাট কোহলি ও আনুশকার মতো তারাও ইতালিকেই ওয়েডিং ডেস্টিনেশন বেছে নিয়েছেন। ইতালির লেক কোমোতে আয়োজিত হবে বিবাহবাসর। অনেকেই যুগলকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন।
শোনা যাচ্ছে, ৩০ জন অতিথি এই বিয়েতে নিমন্ত্রিত। বিয়ে সেরে ভারতে ফিরে রাজকীয় রিসেপশন দেবেন তাঁরা। এখন মিডিয়ার নজর নিমন্ত্রিতের তালিকায় কারা কারা থাকবেন,তা নিয়ে। দু’জনের প্রাক্তনদের কি দেখা যাবে সেই তালিকায়? সেটাই এখনও দেখার অপেক্ষা রণবীর-দীপিকা ভক্তরা।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২১০৮/মাহবুব