শ্রীদেবী। ভারতীয় সিনেমার এক উজ্জ্বল নাম। তাকে ভারতীয় সিনেমার প্রথম নারী ‘সুপারস্টার’ও বলা হয়। তাঁর রূপে মুগ্ধ হননি এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল। ৮০-র দশকে পুতুলের মতো চোখ আর শরীরী হিল্লোলে ঝড় তুলেছিলেন শ্রীদেবী। চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ে মারা যান বলিউডের খ্যাতিমান এই অভিনেত্রী। তবে জীবনের শেষদিন পর্যন্তও তাঁর সৌন্দর্যে কমতি ছিল না। ৫৪ বছর বয়সেও তার ফিটনেস, ত্বক ও চুল ছিল চোখে পড়ার মতো। তবে উজ্জ্বল ত্বকের জন্য বেশি কাঠখড় পোড়াতে হয়নি শ্রীদেবীকে। ঘরোয়া পদ্ধতিতেই যত্ন করেছেন নিজের ত্বককে। যা একবার সংবাদ মাধ্যমের কাছে ফাঁস করে দেন তিনি।
• শ্রীদেবী নিয়মিত গ্লিসারিন মাখতেন। কারণ গ্লিসারিন ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
• এছাড়াও ত্বকের মসৃণতা বজায় রাখতে গোলাপ জল ব্যবহার করতেন তিনি।
• একটি ঘরোয়া ফ্রুট প্যাকও ব্যবহার করতেন তিনি। দুই টুকরো পাকা পেঁপে, একটি কলা, চারটি আঙুর, দুটি কমলা লেবুর কোয়া এবং এক টেবিল চামচ মধু দিয়ে একটি প্যাক তৈরি করতেন। এই মিশ্রণটি ২০ মিনিট মুখে মেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিতেন তিনি। সপ্তাহে অন্তত একবার এই প্যাক ব্যবহার করতেন শ্রীদেবী। সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২১০৮/মাহবুব