প্রাপ্তবয়স্কদের বিনোদন দুনিয়ার চৌকাঠ ডিঙিয়ে বলিউডে পা রেখে দর্শকদের মধ্যেও তৈরি করেছেন নিজের সার্বজনীন গ্রহণযোগ্যতা। এবার এই বিনোদন দুনিয়া ছেড়ে ক্রিকেটে পা রাখলেন সাবেক পর্ন তারকা।
জানা গেছে, একটি নতুন অনলাইন গেম'র ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন সানি লিওন। গেমটির নাম 11 wickets.com। ভারতের বিশাল সংখ্যক ক্রীড়াপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখেই নতুন এই উদ্যোগ ৷
11 wickets প্রতিষ্ঠাতা ও সিইও নভনীত মাখারিয়া জানিয়েছেন, ‘‘11 wickets.com-কে আমরা অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই ৷ এটার ভবিষ্যত দারুণ উজ্জ্বল ৷ সানি লিওন আমাদের পরিবারের অংশ হয়েছেন। এ জন্য আমরা দারুণ খুশি ৷ ’’
11 wickets.com-এর ব্র্যান্ড অ্যাম্বাসডর হতে পারে উচ্ছ্বসিত সানিও ৷ তিনি জানিয়েছেন, শুধু পদই সামলাতে চান না তিনি ৷ এবার তিনি ধীরে ধীরে অনলাইন ক্রিকেটও শিখে নিচ্ছেন ৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর