বলিউডে যৌন হেনস্তার অভিযোগের শুরুটা করেছিলেন তনুশ্রী দত্ত। এরপর অন্যরাও মুখ খুলতে শুরু করেছে। ইতোমধ্যে বলিউডের বড় অংশ তনুশ্রীর পাশে দাঁড়ালেও, মুখ ঘুরিয়েছে বেশ কয়েকজন। খোদ নানা পাটেকরও তনুশ্রীর অভিযোগ অস্বীকার করেছেন। শুধু তাই নয়, তনুশ্রীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশও পাঠিয়েছেন নানা।
কিন্তু তনুশ্রীও তার নিজের অভিযোগের বিষয়ে অনড়। আর নানা যে আগে থেকেই মিথ্যা বলছেন তা প্রমাণ করার জন্য নানা পাটেকরের লাই ডিটেক্টর ও নারকো টেস্টের দাবি জানিয়েছেন তিনি। শুধু নানাই নয়, যৌন হেনস্থার অভিযোগে যাঁরাই অভিযুক্ত তাঁদের নারকো টেস্ট করানো উচিত বলে মনে করেন এই অভিনেত্রী।
নানা পটেকরের বিরুদ্ধে অভিযোগ আনার পরে কয়েকটি রাজনৈতিক দলের সদস্যদের থেকেও হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন তনুশ্রী। সম্প্রতি তিনি জানিয়েছেন, নানা পাটেকর যদি একজন সাধারণ মানুষ হতেন, রাজনৈতিক মহলের হাত যদি তাঁর মাথায় না থাকত, তা হলে অভিযোগের সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হতো।
বিডি-প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৮/মাহবুব