চট্টগ্রাম নগরীর বাইশ মহল্লা কবরস্থানে মায়ের কবরের পাশেই দাফন করা হবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুকে।
আইয়ুব বাচ্চু ভগ্নিপতি ওমর উদ্দিন আনসারী জানান, শনিবার সকালে মরদেহ চট্টগ্রামে আনা হবে। এরপর বাচ্চুর নানাবাড়ি মাদারবাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে বাদ আসর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
বাইশ মহল্লা কবরস্থানে বাচ্চুর মায়ের কবরটি দেখভালের দায়িত্বে থাকা জাফর আহমদ জানান, বাচ্চু ভাই যতবারই চট্টগ্রামে আসতেন, মায়ের কবর জিয়ারত করতেন। তারপর আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে যেতেন। তিনি আরো জানান, তার মায়ের কবরের বামপাশে জায়গাটি নির্বাচন করেছে বাচ্চুর মামারা। আগামী শনিবার জানাজা শেষে আইয়ুব বাচ্চুকে এখানেই দাফন করা হবে বলে জেনেছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন