ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা হঠাত্ করেই যেন হারিয়ে গিয়েছিলেন। তবে এবার বিরতি ভেঙে ঈদের বেশ কিছু নাটক দিয়ে নিজের অবস্থান জানান দিতে হাজির হচ্ছেন। ঈদকে উপলড়্গ করে সমপ্রতি তুহিন হোসেনের নির্মাণে জোভানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করলেন ‘অন্যদিন’। নাটকটির রচনায় সারওয়ার রেজা জিমি। বিশেষ একটি চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু।
গ্রাম থেকে চাকরির ইন্টারভিউ দিতে আসা জোভান একটা সস্তা হোটেলে উঠে রাত্রিযাপনের জন্য। একই হোটেলে সারিকা তার প্রেমিকের সাথে পালিয়ে আসে তার গ্রাম থেকে। পরদিন সকালে জোভান ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য যখন রেডি হচ্ছে তখন সারিকা এসে তার রুমে ডুকে পরে। ভোর বেলায় তার প্রেমিক তারে রেখে পালিয়ে গেছে। জোভান হোটেল ম্যানেজারের হেল্প চাইলে জোভানের সাথে মেয়েটার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে ম্যানেজার। জোভান নিজেকে বাচানোর জন্য কেটে পরতে চাইলেও মেয়েটা তার পিছু নেয়। মেয়েটাকে বাড়ি ফেরত যেতে বললে জানায় তার প্রেমিক তাকে নষ্ট করেছে মামা মামীর সংসারে তারে আর নিবে না। ওদিকে চাকরির ইন্টারভিউ এর সময় হয়ে যায়। প্রথম ঢাকাতে আসা জোভান কি করবে? চাকরি নাকি মেয়েটাকে সহযোগিতা? নাকি মেয়েটাই কোন প্যাচে ফেলছে জোভান কে? এটি দেখতে হলে ঈদের দিন রাত ৮টায় বাংলাভিশনের পর্দায় চোখ রাখতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার