ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেল জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং কর্নিয়ার নতুন গান ‘তোমার হাসি’। মাক্স ব্যাগের প্রযোজনায় গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
'তোমার হাসি' গানটির কথা লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ এবং মিউজিক করেছেন মুসফিক লিটু।গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন আসিফ-কর্নিয়া। মাক্স ব্যাগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার